ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

অবসর ভাঙছেন ডি ভিলিয়ার্স

বহুদিন ধরেই দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে এবি ডি ভিলিয়ার্সের ফেরার গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে ভিলিয়ার্স নিজে কখনো কিছু বলেননি। এবার প্রোটিয়াদের প্রধান কোচ মার্ক বাউচার ইঙ্গিত দিয়েছেন, চলতি বছর টি-২০ বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ডি ভিলিয়ার্সের প্রত্যাবর্তন হতে পারে।


বাউচার জানিয়েছেন, তিনি এরই মধ্যে বিষয়টি নিয়ে ডি ভিলিয়ার্সের সঙ্গে কথা বলা শুরু করেছেন। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সাবেক এ ক্রিকেটার বলেন, আমি ওর (ভিলিয়ার্স) সঙ্গে আইপিএলে যাওয়ার আগে কথা বলেছি। এখন তার সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। ভিলিয়ার্স আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে নিজেকে প্রমাণ করতে চাচ্ছে।


বাউচার আরও বলেন, আমরা সবাই জানি সে কোন লেভেলের ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে তার এখনো সেরাটা দেয়ার যোগ্যতা আছে। আমি তাকে বলেছি যাও, নিজেকে প্রমাণ করো। আইপিএল শেষ করে আসো, এরপর কথা হবে। আমরা তার সঙ্গে আছি।


এর আগে ২০১৮ সালের মে মাসে হঠাৎ এক ভিডিও বার্তায় এবি ডি ভিলিয়ার্স জানিয়ে দেন, তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন না। তবে বিশ্বের বেশ কয়েকটি ফ্র্যঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান।

ads

Our Facebook Page